“ইফতার সামনে নিয়ে আমার আব্বু আম্মু তাদের শহীদ সন্তানের জন্য প্রার্থনা করছেন”
ইফতার সামনে নিয়ে আমার আব্বু আম্মু তাদের শহীদ সন্তানের জন্য প্রার্থনা করছেন। ইফতারের প্রতিটা মূহুর্ত, ঘরের প্রতিটা জায়গায় শুধু তাদের সন্তানের স্মৃতি। এই প্রথম তারা সন্তানবিহীন একা একা ইফতার করছেন। মাঝে মাঝে আমি দ্বিধায় পরে যাই কোনটা বেশি যন্ত্রণাদায়ক, আমার ভাইকে হারানোর যন্ত্রণা নাকি প্রতি মুহূর্তে আমার আব্বু আম্মুকে এতো কষ্ট পেতে দেখার যন্ত্রণা। মহান আল্লাহ যেন আমার বাবা মায়ের এই মোনাজাতের প্রতিটি দোয়া কবুল করে নেন। ভাইয়া, আমি জানি না গত রমজানে তুমি কি দোয়া করেছিলে যে মহান আল্লাহ তোমাকে শহীদ হিসেবে তাঁর কাছে নিয়ে গেছেন।তুমি অনেক শান্তি তে