শিক্ষার্থী,
৫ আগস্ট যশোর কোতোয়ালি এলাকায় আন্দোলনের সময় একটি ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ওই ভবনে আটকে দগ্ধ হন সাকিব (১৮) নামে এক শিক্ষার্থী। সেদিন রাতেই স্বজনরা সাকিবকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে সাকিবের মৃত্যু হয়। তিনি যশোর সদর উপজেলার শংকরপুরের আলাল উদ্দিনের ছেলে।
তথ্যসূত্রঃ সময় নিউজ