শ্রমিক, আশুলিয়ার বাইপাইল এলাকা
৫ আগস্ট
জামালপুর জেলার মেলান্দহের কোনামালঞ্চ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ সবুজ মিয়া । অভাবের তাড়নায় অল্প বয়সে পরিবারের হাল ধরেছিলেন তিনি। ২০২৪ সালের ফ্যাসিস্টবিরোধী এক দফা দাবীর আন্দোলনে রাজপথে নামেন। ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আশুলিয়ার থানা এলাকার সামনে গুলিবিদ্ধ হোন। সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সবুজ মিয়া। ৬ আগস্ট তাঁকে স্বীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
