julymassacrearchive.org

 মোখলেছুর রহমান দুর্জয়

চাকুরীজীবীঃ ডেভেলপার্স কোম্পানি, উত্তরা

১৮ জুলাই, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রত্যন্ত হিরণ্যবাড়ী গ্রামে ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি মোঃ হাবিবুর রহমানের ঘর আলোকিত করে জন্ম নেন মোখলেছুর রহমান। ডাকনাম দুর্জয় বলেই তাকে ডাকতেন সবাই। জীবিকার তাগিদে ঢাকার উত্তরায় অবস্থিত একটি ডেভেলপার্স কোম্পানিতে চাকরি নেন তিনি। সে সময়েই ডাক আসে অধিকার আদায়ের কোটা সংস্কার আন্দোলনের। সরকারি চাকরির ক্ষেত্রে কোটাব্যবস্থা সংশোধনের এই অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ কাতারে সামিল হোন প্রতিবাদী স্বভাবের মোখলেছুর রহমান দুর্জয়।

১৮ জুলাই বিকেল চারটার দিকে আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আসা একটি এপিসির উপর উঠে থানার দিকে ফিরে বুক পেতে দাঁড়ান তিনি। কিন্তু এপিসির ভেতর সশস্ত্র পুলিশ আছে তা তিনি জানতেন না। তৎক্ষণাৎ পুলিশ তাঁকে গুলি করলে আত্মরক্ষার্থে তিনি গাড়ি হতে লাফ দেন। কিন্তু মাথায় টিয়ারশেলের ধাক্কায় নিচে পড়ে যাওয়ার সাথে সাথে পুলিশ তাঁকে গাড়িচাপা দেয়। ঘটনাস্থলে শহীদ হোন দুর্জয়। হত্যা করেও ক্ষান্ত দেয়নি সেদিন ফ্যাসিস্টের দোসররা, আন্দোলনকারীরা দুর্জয়ের লাশ উদ্ধারের চেষ্টা করলে তাঁদের ধাওয়া করা হয়। পরবর্তীতে দুর্জয়ের মৃতদেহ গুদারাঘাটের মরকুন বিলে পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top