শিক্ষার্থী, শহীদ সোহরাওয়ার্দী কলেজ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। আবদুল্লাহর বাবা আব্দুল জব্বার পেশায় একজন শ্রমিক। অর্থাভাবে কোনো ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে পারেননি তিনি। চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন আব্দুল্লাহ। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর,২০২৪ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান আব্দুল্লাহ।কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। যশোরের বন্দর নগরী বেনাপোলের বড় আঁচড়া গ্রামে নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।
তথ্যসূত্রঃ দৈনিক ইত্তেফাক